তালা প্রতিনিধি ঃ তালায় যাত্রীবাহী বাস উল্টে সাজ্জাদ আলী সরদার (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায়, আরো ৭ যাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল সকাল ৮ টার খুলনা-পাইকগাছা সড়কে উপজেলার শাহাপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ উপজেলার আামানুলাপুর গ্রামের সেমতুল্য সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী আগোলঝাড়া গ্রামের সেলিম শেখ জানান, সকাল খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ-০৫-০০২২ বাসটি তালা উপজেলার শাহাপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লেগে উল্টে যায়। তৎক্ষাত স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে গাড়িতে থাকা ৭ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় এবং নিহত সাজ্জাদকে বাসের নিচ থেকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়। নিহতর শ্যালক আসাদুজ্জামান জানান, পাইকগাছার মাহমুদকাটি গ্রামে ভগ্নিপতি শহিদুল ইসলামের জানাযায় যাওয়ার পথে দূর্ঘটনায় সে নিহত হন। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিমোহন ঘোষ জনান, সাজ্জাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহতরা চিকিৎসা চিকিৎসা চলছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য প্রস্তুতি চলছে।