তালা প্রতিনিধি \ সাতক্ষীরার তালায় সরকারি কাজে বাঁধা ও প্রকৌশলীকে মারপিটের অভিযোগে রোকনুজ্জামান নামের একজনকে দশ দিনের কারাদÐ দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রোকনুজ্জামান টিপু (৪০) সে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মৃত. আইয়ুব আলীর ছেলে। বর্তমানে তালা সদরের মহল্লাপাড়ার বাসিন্দা। সে একটি জাতীয় দৈনিকের তালা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, উপজেলা পরিষদ অভ্যন্তরে বিল্ডিংয়ের উন্নয়নের কাজ চলছে। সেখানে তদারকি করছিলেন উপ সহকারি প্রকৌশলী মামুন আলম ও কার্য সহকারি মোহাম্মদ মহসিন। দুপুরের দিকে এসে আকষ্মিক সরকারি কাজে বাঁধা দেন রোকনুজ্জামান টিপু নামক ব্যক্তি। এছাড়া উপ সহকারি প্রকৌশলী মামুন আলমকে মারপিট করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানান, সরকারি কাজে বাঁধা প্রদান ও উপ সহকারি প্রকৌশলীর গায়ে হাত তোলার অভিযোগে রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ দিনের কারাদÐ দেয়া হয়েছে। এছাড়া দুইশো টাকা জরিমানা করা হয়েছে।