তালা উপজেলা প্রতিনিধি ঃ তালায় সদর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। গতকাল সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, সম্পাদক সহিদুল ইসলাম খাঁ প্রমুখ।