পাটকেলঘাটা প্রতিনিধি \ তালা উপজেলার ৮টি ক্লাস্টারের মধ্য থেকে শ্রেষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভারসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আমিনুজ্জামান। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ীর উপস্থিতিতে সৎ, শিক্ষানুরাগী ও সভাপতির যোগ্যতা সহ ৮টি ক্যাটাগরিতে তাকে শ্রেষ্টত্ব যাচাই বাছায় করে নির্বাচন করা হয়েছে। আমিনুজ্জামান পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের প্রভাষক।