খান হামিদুল ইসলাম, পাটকেলঘাটা থেকে \ তালা উপজেলা একমাত্র ভ‚মি অফিসটি কাঁচা বাজারের মধ্য ও অফিস রাস্তার দুই ধারে হওয়ায় ভ‚মি সেবা পেতে হয়রানির শিকার হচ্ছে এলাকাবাসী। অফিসটি কাঁচা বাজারের মধ্য ও রাস্তার দুই পাশে হওয়ায় ভ‚মি সেবা পেতে হয়রানির শিকার হচ্ছে উপজেলার হাজার হাজার ভ‚মি সেবা নিতে আসা মানুষ। সূত্রে প্রকাশ, তালা উপজেলা ভ‚মি অফিসটি পাটকেলঘাটা বাজারে অবস্থিত। দীর্ঘ বছর অতিবাহিত হলেও তালা উপজেলা ভ‚মি অফিসের কোন অবকাঠামোর পরিবর্তন হতে দেখা যায়নি। পাটকেলঘাটা বাজারের ভ‚মি অফিস রাস্তা পূর্ব পাশে বসেন সহকারি কমিশনার (ভ‚মি) ও কাম-ক্যাশিয়ার এবং রাস্তার পশ্চিম পাশে বসেন সার্ভেয়ার ও অফিসের কর্মকর্তারা। ভ‚মি অফিস রাস্তার দু’পাশে হওয়ায় ভ‚মি সেবা পেতে এসে ভোগান্তির শিকার হচ্ছে ভ‚মি সেবা নিতে আসা সাধারণ মানুষ। ভ‚মি সেবা নিতে আসা রহিম বলেন, আমি জমির নামপত্তন করতে আসছিলাম কিন্তু ভ‚মি অফিসের সামনে কম জায়গা থাকায় আমার মটর সাইকেল রাস্তার উপরে রাখতে হয়েছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঢ্যামশাখোলা থেকে কার্ত্তিক বলেন, তালা উপজেলা ভ‚মি অফিসে বর্ষার মৌসুমে দাঁড়ানোর কোন জায়গা নেই। তাছাড়া দুর-দুরান্ত থেকে কেউ মটর সাইকেল, সাইকেল, ভ্যানে আসলে বিপদের শেষ নেই। কারণ ভ‚মি অফিস কাঁচা বাজারের মধ্য ও রাস্তার উপরে গাড়ি রাস্তার উপরে রাখা ছাড়া কোন বিকল্প পথ নেই। তাই ভ‚মি অফিসটা একটি নির্দ্দিষ্ট উন্মুক্ত স্থানে হলে ভালো হয়।