কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরার—১ তালা—কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের শ^াশুড়ী জবেদা খাতুন (৮০) বার্ধক্য জনিত করণে ইন্তেকাল করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে মরহুমা এক ছেলে, ৪ মেয়ে, জামাই,নাতি নাতনীসহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার ছোট ছেলে মুকুল জানান, তিনি ফুসফুসে ব্যাথা অনুভব হলে গত এক সপ্তাহ আগে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। আসর নামাজের পর মরহুমার নিজ গ্রাম সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হবে। এ সময় উপস্থিত থাকবেন তালা—কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ জেলা, উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এদিকে তার মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মিজার্ ফকরুল ইসলাম আলমগীর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক বার্তায় জোবেদা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য বর্গ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।