কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন শপথ অনুষ্ঠান শেষে কলারোয়ায় গমন করে জনগণের উঞ্চ ভালবাসায় সিক্ত হয়েছেন। শনিবার(১৩ জানুয়ারী) সকাল থেকে কলারোয়া পৌর সদরে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের নিজ বাড়িতে শুভেচ্ছা বিনিময়ে তালা- কলারোয়ার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন সর্বশক্তিমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তালা- কলারোয়ার মানুষের স্নিগ্ধ ভালবাসায় সিক্ত হয়ে আগামী দিনের পথ চলাকে পাথেয় করে জনগণের সেবক হিসাবে নিজেকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিকভাবে নতুন যাত্রা পথে তিনি আলোর দিশারী হয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন। তিনি তালা- কলারোয়ার লক্ষ লক্ষ মানুষের অকুন্ঠ ভালবাসা আর সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংসদীয় আসনে উন্নয়নের ছোঁয়ায় গণমানুষের হৃদয়কে জয় করে নেয়ার দৃঢ়তা প্রকাশ করেন। প্রসঙ্গত: গত ১০ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা- ১ সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন জাতীয় সংসদ ভবনে উপস্থিত থেকে শপথ গ্রহন করেন। পরে সংসদ ভবনের প্রধান গেটের সামনে উপস্থিত তালা- কলারোয়ার অসংখ্য আ’লীগ নেতা- কর্মী ও সর্বশ্রেণীর মানুষের অফুরন্ত ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন। এরপর ধানমন্ডির ৩২ নং বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে ঢাকাস্থ মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে তালা উপজেলা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ১১ জানুয়ারী বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে অফিসিয়ালি কাজ শেষে করে তিনি সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত নতুন মন্ত্রীসভার শপথ গ্রহন অনুষ্ঠানে সরকারের আমন্ত্রিত অতিথি হিসাবে যোগদান করেন। শুক্রবার জুমআর নামাজ আদায় করে বিকালে কলারোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সন্ধ্যার পর নিজ বাড়িতে উপস্থিত হন। ১৩ জানুয়ারী শনিবার সকাল থেকে বাড়িতে জনগণের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়ে বিকালে তালা উপজেলার শিল্পকলা একাডেমিতে আ’লীগ নেতা- কর্মীদের সাথে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় শেষ করে মতবিনিময় করেন।