এফএনএস স্পোটর্স: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বেশ ব্যস্ত সময় পার করছে। ২০২৩ সালে দুদণ্ড বিশ্রামের সুযোগ ছিল না নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের। ২০২৪ সালের সূচি আরো আঁটসাঁট। তবে সাত মাসের বেশি সময় হয়ে গেল বাংলাদেশ ‘এ’ দলের কোনো ব্যস্ততা নেই। সর্বশেষ গত বছরের মে মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলেছিলেন মাহমুদুল হাসান জয়, সাইফ হাসানরা। তার আগের সিরিজটি ছিল ভারত ‘এ’ দলের বিপক্ষে আরো ছয় মাস আগে। এক বছরের বেশি সময় পর আবার গতি পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে অর্থাৎ আগামী জুনে পাকিস্তান সফর করার কথা প্রায় পাকা হয়ে গেছে। এই সফরের সূচি এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবেন মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আরো আগেই পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরপরই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ব্যস্ততার কারণে বছরের মাঝামাঝি সময়ে ‘এ’ দলের সূচি ঠিক করতে হচ্ছে।