রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

তাহলে কী সাকিবই হচ্ছে ওয়ানডে অধিনায়ক?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: পারফরম্যান্স, দলে প্রভাব ও অভিজ্ঞতার কারণে সাকিব আল হাসানকেই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের অধিনায়ক করতে চায় তা এখন আর গোপনীয় কিছু নয়। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন সাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়াটা সহজ বিষয়। তবে মঙ্গলবার বিসিবির জরুরী সভায় পরিচালকদের প্রায় সবাই সাকিব আল হাসানকে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন। তারপরও তাৎক্ষণিকভাবে তার নাম ঘোষণা থেকে সরে আসে বোর্ড। অধিনায়ক হিসেবে প্রস্তাবনায় লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের নামও এসেছিল। কিন্তু বিশ্বকাপের মতো এমন হাইপ্রোফাইল টুর্নামেন্টে তাদের দায়িত্ব দেওয়াটা হিতে বিপরীত হতে পারে। এ কারণে বোর্ড সদস্যরা চায় সাকিবের ছায়ায় থেকেই তারা পূর্ণ নেতৃত্ব গ্রহণের জন্য পরিণত হয়ে উঠুক। তারপরও ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণার বিষয়টি ঝুলে আছে ‘যদি ও অথবার’ মধ্যে। কয়েক বছর আগে সাকিব নিজেই ফরম্যাট অনুযায়ী আলাদা অধিনায়ক করার পরামর্শ দিয়েছিলেন বোর্ডকে। তার মতে আধুনিক ক্রিকেটে একজনের পক্ষে এক সঙ্গে সাদা ও লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া কঠিন। বর্তমানে টি-টোয়েন্টি এবং টেস্ট দলের নেতৃত্বে আছেন সাকিব। তাই তাকে সব ফরম্যাটের ক্রিকেটের দায়িত্ব দেওয়া উচিত হবে কিনা সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাকিবকে অধিনায়ক করার প্রশ্নে বোর্ড পরিচালকদের ভোটাভুটিতেও এই প্রশ্নটি তুলেছেন কেউ কেউ। এজন্য বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে দীর্ঘ সময় নিয়ে আলোচনার উপর জোর দিয়েছেন সে সকল পরিচালকরা। বিষয়টির সমাধানের জন্য সাকিবের সঙ্গে কথা বলার জন্য বোর্ড প্রধানকে অনুরোধ করেছে পরিচালকরা। ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ১২ আগস্টের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষনা করতে হবে বোর্ডকে। যে কারণে দীর্ঘ মেয়াদী অধিনায়ক নিয়োগের ইচ্ছে থাকলেও এর পরিবর্তে শুধুমাত্র এশিয়া কাপের জন্য অধিনায়ক ঘোষনা করবে বোর্ড। ক্রিকেটে খুব বেশি কিছু দেওয়ার নেই ৩৬ বছর বয়সী সাকিবের। এছাড়াও তার বেশ কিছু সমস্যা রয়েছে। নিজের ব্যবসা বানিজ্য এবং সামাজিক কর্মকাÐ ছাড়াও আরো বেশ কিছু বিষয়ে তাকে সময় দিতে হয়। উপরন্ত পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করে। সুতরাং তাদের সময় দিতে নিয়মিত সেখানে উড়াল দিতে হয় সাকিবকে। অন্যত্র ব্যস্ততার কারণে বিগত কয়েক বছরে সাকিব বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি। ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণার সিদ্ধান্ত খুব সহজ বিষয় নয়। মূলত ওয়ানডের জন্য অন্য কোন ফরম্যাটে সাকিব নেতৃত্ব ছাড়তে রাজি কিনা সে বিষয়ে তার সঙ্গে কথা বলতে চান বিসিবি সভাপতি। বোর্ড সদস্যরা চান সাকিবকে টেস্টের নেতৃত্ব ছাড়ুক, লিটনকে দায়িত্ব দেওয়া হোক। সাকিবের সঙ্গে কথা বলার আগে বোর্ড সভাপতি কোচ হাথুরুসিংহের সঙ্গে বসবে। এ বিষয়ে হাথুরুর মতামতও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com