বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাঁকা দরগাহপুর সড়কে চলাচলরত সাধারণ মানুষকে তীব্র তাপদাহে একটু প্রশান্তি দিতে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ এর নিজস্ব অর্থায়নে চলমান তীব্র তাপদাহে বাঁকা দরগাপুর সড়কে চলাচলরত সাধারণ মানুষকে ঠান্ডা শরবত পান করান ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ। এ সময় তিনি বলেন, তৃষ্ণার্থ মানুষের তৃষ্ণা মেটাতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তাই সড়কের পাশে দাঁড়িয়ে সড়কে চলাচলরত সকল শ্রেণীর মানুষকে শরবত পান করিয়ে যাচ্ছেন তিনি। শরবত বিতরণ কার্যক্রম পরিচালনাকালে কৃষকলীগ নেতা শাহিনুর ইসলাম শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।