এফএনএস বিদেশ : ভয়াবহ তাপপ্রবাহের কবলে ভারত ও পাকিস্তান। তীব্র গরমে পুড়ছে দুই দেশের বিভিন্ন অঞ্চলে। গত বৃহস্পতিবার ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ভারতে। দেশটির আবহাওয়া অধিদপ্তর দিলিতে জারি করেছে ইয়েলো অ্যালার্ট। পাকিস্তানেও সতর্ক অবস্থানে আছে কর্তৃপক্ষ। অসহনীয় গরমে পুড়ছে ভারত। গ্রীষ্মকালে দেশটিতে তাপপ্রবাহ সাধারণ ব্যাপার হলেও এ বছর অনেকটাই আগেভাগেই চলে এসেছে এই অবস্থা। মার্চ থেকেই গ্রীষ্মের উত্তাপ শুরু হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। ওই মাসে গড় তাপমাত্রা ছিল ১২২ বছরের মধ্যে সবচেয়ে বেশি। খরতাপের সেই ধারা অব্যাহত আছে এখনও। চলতি সপ্তাহে দিলিতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেন্ট্রার ফর সায়েন্স এন্ড এনভারনমেন্ট বলছে, তাপপ্রবাহের কবলে পড়েছে ভারতের ১৫টি রাজ্য। রয়্যাল মেটেওরোলজিক্যাল সোসাইটি অধ্যাপক লিজ বেন্টলি বলেন, এত গরমে থাকা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্তত ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যারা গ্রামে থাকেন তারা তো এয়ার কন্ডিশনের সুবিধাও পাননা। তাদের জন্য স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি। তীব্র গরমে ভারতে চাহিদা বেড়েছে বিদ্যুতের। চাহিদার জোগান দিতে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লার ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানও। এ সপ্তাহেই তাপমাত্রা উঠতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।