স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার বড় ভাই তুফান ডেকোটেরের স্বত্ত্বাধীকারী একেএম আব্দুল্লাহ সিরাজের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের কামালনগর ঈদগাহ ময়দানে প্রয়াত আব্দুল্লাহ সিরাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে মরহুমের দীর্ঘদিনের পরিচিত ব্যবসায়ী, রাজনীতি নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। সকলের চোখে মুখে ছিল অদৃশ্য কান্নার ছোয়া। জানাযার পূর্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, মেয়র তাসকিন আহমেদ চিশতী, জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: কামরুল ইসলাম ফারুক, থানা মসজিদের সাবেক পেশ ইমাম মাও: আফসার উদ্দীন, মরহুমের ভাই আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, আব্দুস সোবহান খোকন, ভাতিজা তানজির কামাল তমাল, বক্তারা মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করে। শহরের অতি পরিচিত মুখ সদা হাস্যউজ্জ্বল মরহুম আব্দুল্লাহ সিরাজের জানাযায় উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেস্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আছাদুজ্জামান বাবু, অধ্যাপক মোজাম্মেল হোসেন, গাজী আশরাফ, সৈয়দ আনোয়ার, মরহুমের আত্মীয় স্বজন ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ কামালনগর সরকারি কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন কামালনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও; ইয়াছিন আলম খান।