এফএনএস স্পোর্টস: ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন নোভাক জোকোভিচ। কিন্তু এই সার্বিয়ান টেনিস তারকা যেখানেই যান, বিতর্ক তার পিছু নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথম রাউন্ডে জেতার পর জোকোভিচ এভাবেই ক্যামেরার লেন্সে লিখেছিলেন, ‘কসোভো সার্বিয়ার হৃদয়ে আছে।’ সা¤প্রতিক সময়ে কসোভোতে চলমান সহিংসতা ইস্যুতে জোকোভিচের এই বক্তব্য নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল। তৃতীয় রাউন্ট নিশ্চিত করে তাকে আবারও কথা বলতে হলো এই বিষয়ে। গত বুধবার রাতের ম্যাচে হাঙ্গেরির মার্টন ফুসোভিসকে ৭-৬, ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে জোকোভিচকে প্রবল লড়াইয়ের মুখে ফেলেন ফুসোভিস। ৩-০ গেমে এগিয়ে যাওয়া জোকোভিচকে একাধিকবার ব্রেক করে ৫-৫ করে দেন ফুসোভিস। অখ্যাত প্রতিপক্ষের কাছে এমন চাপে পড়ায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন জোকোভিচ। কিন্তু টাইব্রেকারে ঠিকই তিনি সেট জিতে নেন। প্রথম সেটটি চলে ১ ঘণ্টা ৩২ মিনিট। পরের সেটে প্রথম গেমেই ফুসোভিসকে ব্রেক করেন জোকোভিচ। এরপর আর তাকে দাঁড়াতে দেননি।ম্যাচের পর ফুসোভিসের লড়াইয়ের প্রশংসা করেন জোকোভিচ। হাঙ্গেরির এই টেনিস খেলোয়াড়কে তিনি আগে থেকেই চেনেন বলেও মন্তব্য করেন। সেই সঙ্গে ক্যামেরার লেন্সে লিখতেও ভোলেননি। তবে এবার কোনো রাজনৈতিক বার্তা ছিল না। কসোভো ইস্যুতে এক প্রশ্নে জোকোভিচ বলেন, ‘আমি আবার একই কথা বলতে পারি। কিন্তু আর বলতে চাই না। অনেকেই হয়তো আমার কথার বিরোধিতা করবেন। কিন্তু আমার কিছু করার নেই। যে কথা আমি বিশ্বাস করি সেটাই লিখেছি। আর কিছু বলতে চাই না। যা বলার বলে দিয়েছি।’