স্টাফ রিপোর্টার ঃ মহান বিজয় দিবস উপলক্ষে তালায় বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়েছে। মুক্তিযোদ্ধা জনতা, গোড়ে তোল একতা এই শ্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বিকালে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবার, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম এসময় ইউপির সকল সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।