কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জের তারালী ইউনিয়নের তেতুলিয়া ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি চারদলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র স্বেচ্ছাসেবক দল কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকাল চারটায় তেতুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত উদ্বোধন খেলায় ঘুসুড়ী ফুটবল একাদশ ও ইশ্বরীপুর ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। শীতের পড়ন্ত বিকালে শত শত ফুটবল প্রেমিকের উপস্থিতিতে ঘুসুড়ি ফুটবল একাদশ দুই এক গোলে ঈশ্বরীপুর ফুটবল একাদশকে পরাজিত করে। উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডঃ শহিদুল আলম। স্বেচ্ছাসেবক দলের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুস সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল তারালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী। উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।