ডুমুরিয়া প্রতিনিধি \ তেরখাদায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী কামালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মোকামপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে তেরখাদা থানা পুলিশ। গ্রেফতারকৃত কাজী কামাল লস্কারপুর গ্রামের মৃত জহুর কাজীর ছেলে। ২০১৮ সালে একদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা—৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলা, ভাঙচুরসহ বিস্ফোরণ ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাচান বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।