তেরখাদা প্রতিনিধি ॥ তেরখাদায় গতকাল শেরে বাংলা মার্কেটের ২য় তলায় বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা আলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেবক তেরখাদার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মরহুম মোল্যা এহিউল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় মোল্যা এহিউলের জীবনী স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, আলীগ নেতা শেখ তবিবুর রহমান, নওয়াব আলী টিপু, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরহুমের ছোট ভাই শারাফাত হোসেন মুক্তি, বাছিতুল হাবিব প্রিন্স, শেখ জনাব আলী, সাহাবুদ্দিন বদির, জিয়াউর রহমান, শাহ আলম, জিল্লুর রহমান নান্নু, আরিফুজ্জামান অরুন, আব্বাস মোল্যা প্রমুখ। এসময় উপজেলা আলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্বাস আলী।