তেরখাদা প্রতিনিধি ॥ গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় তেরখাদা এলজিইডি এর আয়োজনে কুমির ডাঙ্গায় স্লুইচ গেট-বচন হাজী ভায়া রাজনগর সড়কের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি; এসিল্যান্ড সুমাইয়া সুলতানা এ্যানী; তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন; সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম; ইউপি চেয়ারম্যান ও উপজেলা আলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান; ছাগলাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ; এসএম দীন ইসলাম শেখ জনাব আলী; এজিএম বাছিতুল হাবিব প্রিন্স’ কাজী কামাল; সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মল্লিক; উপজেলা কৃষকলীগ সভাপতি নাজমুল হক; আব্দুর রাজ্জাক রাজা জিয়া গাজী; জিল্লুর রহমান নান্নু; আনিসুল হক; ফরাদুজ্জামান সুমন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান। পরবর্তীতে তিনি আরো বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এসময় এমপি’র সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব; ফ.ম আব্দুস সালাম; পিএস মইনুল ইসলাম প্রমুখ।