তেরখাদা প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার তেরখাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ‘‘স্মার্ট যুব, সম্মৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালী সংযুক্ত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আলীগ নেতৃবৃন্দ ও যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা। এরপর যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকতা মোঃ জাকির হোসেন।