তেরখাদা প্রতিনিধি ॥ গতকাল সাড়ে ১২টার দিকে তেরখাদা আওয়ামীলীগ অফিসের পেছনে চিত্রা নদী থেকে নাফিস মোল্যা (১০) এর লাশ উদ্ধার করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। উল্লেখ্য গত পরশু শনিবার বেলা ১২টার দিকে মটর সাইকেল চালক হুমায়ুন মোল্যার ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র নাফিস তিন বন্ধু মিলে চিত্রা নদীতে গোসল করতে নামে। গোসলের এক সময়ে নাফিস পানিতে ডুবে নিখোজ হয়। এরপর নাফিজের মায়ের চিৎকারে নদীর দুই পাড়ের হাজারো লোক নদীর পাড়ে ভিড় জমায় এবং খুজতে থাকে। অনুসন্ধ্যানে যোগ দেয় তেরখাদা ফাইয়ার সার্ভিসের সিভিল ডিফেন্স দল। কিন্তু সারা দিন খোজ করেও কোথাও নাফিজকে পাওয়া যায়নি। পরবর্তীতে গতকাল রবিবার বেলা ১২টার দিকে নাফিজের লাশ তেরখাদা আওয়ামীলীগ অফিসের পেছনে চিত্রা নদী থেকে উদ্ধার করে হস্তান্তর করেন তেরখাদা থানা প্রশাসন। এরপর গতকাল তাকে তার নিজ গ্রাম জয়সেনায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।