তেরখাদা প্রতিনিধি ॥ তেরখাদায় গত শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ‘‘প্রতিভা সাহিত্য সংস্কৃতি পরিষদের’’ উদ্যোগে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে সংগঠনের প্রধান উপদেষ্টা এ্যাড. শেখ নুরুল ইসলাম দিশারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও কমিটি গঠণ করা হয়। অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে নিয়মতান্ত্রিকভাবে মোল্যা জাফর আহমেদ সভাপতি ও রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুপুরে আগত শতাধিক কবি সাহিত্যিক ও শিল্পীবৃন্দের জন্য মধ্যাহ্ণ ভোজের আয়োজন করা হয়। বিকেল ৩টায় ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘গ্রাম থেকে শহরে’ মুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা। নাটক রিলিজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাটকের প্রযোজক এইচ এম আবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন নাটকের নিবেদক মুন্সী রাসেল রানা, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক নিশি কান্ত বাড়ই, মোঃ দোলোয়ার হোসেন, মালতী লতা মন্ডল, ডা. এসএম জাহেরুল ইমাম, সুধাংশু কুমার বিশ্বাস,পান্নু মোল্যা, সুভাষ বাওয়ালী, সোনালী বসু, সুলেখা বিশ্বাস,ইসমোতারা বেবী, উম্মে সালমা, শেখ রবিউল, ইলিয়াস হোসেন, নুর ইসলাম, কৃপা রায়, শুকর আলী চৌহদ্দী, আবুল খায়ের, গোপাল চন্দ্র পাল, আবু সুফিয়ান, চন্দন রায়, বিধান রায়, রাসেল বিশ্বাসসহ প্রতিভা সাহিত্য সংস্কৃতি পরিষদের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন, কবিতা পাঠ, নাটক প্রদর্শীনীসহ বিভিন্ন কর্মসূচী ছিল। সভায় আগামী ২ ডিসেম্বর তেরখাদা শত্রমুক্ত দিবস ও তেরখাদার সাহিত্য সংস্কৃতির ইতিহাস বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান করার প্রস্তাব গৃহিত হয়। সম্মেলনের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সমন্বয়ক সাহাবুদ্দিন বদির। সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।