শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

তেরখাদায় যথাযোগ্য মর্যাদায় ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

তেরখাদা প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় তেরখাদায়ও যথাযোগ্য মর্যাদায় গতকাল ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। সকাল ৮টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুমাইয়া সুলতানা এ্যানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, সন্তান কমান্ডের কায়নাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ ও মোল্যা আশরাফসহ স্থানীয় আলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আলতাসির রহমান ও প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান। কোরান তেলাওয়াত করেন মাওলানা মাহাবুর রহমান গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ কুমার। এছাড়া সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দীনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদেরকে ৫ হাজার টাকার চেক ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে ফুল ও উপহার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com