তেরখাদা প্রতিনিধি ॥ সারাদেশে প্রথমবার জাতীয়ভাবে স্থানীয় সরকার দিবস ২০২৩ উৎযাপিত হচ্ছে। দিবসের কর্মসূচীর আওতায় তেরখাদায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় স্থানীয় সরকার দিবস উৎযাপন ও উন্নয়ন মেলা উপলক্ষে মোল্যা এহিউল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, তেরখাদা থানার ওসি (তদন্ত) দেবাশীস রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নান আকন্দ, উপজেলা প্রকৌশলী ওয়াদি ইবনে হাসান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল দেব বসাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, বুলবুল আহমেদ, শেখ মোঃ মুহাসীন, মোঃ উজ্জ্বল শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য মেলাটি তিনদিন ব্যাপী চলমান থাকবে।