স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার বিশিষ্ট ক্রিড়িয়া ব্যক্তিত্ব ক্রিড়িয়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুর রত্নগর্ভা মা সৈয়দা খানম বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি একজন ধর্মভীরু পর্দানশীল নারী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর। তিনি পুত্র, পুত্রবধু, নাতি, নাতনি, আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম দৃষ্টিপাত পরিবারের সকল সদস্যবৃন্দ। আগামীকাল জুম্মাবাদ ২ টা ১৫ মিনিটে জেলা স্টেডিয়াম মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।