শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ত্রান নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যা থেমে নেই। প্রতিদিনই চলছে নিরিহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলা এবং হত্যা, স্মরনকালের সর্বাদিক মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা ঘটেছে মধ্যগাজায়। তিন শতাধিক অভূক্ত ফিলিস্তিনিরা ত্রান সাহায্য নিতে সারিবদ্ধ ভাবে অবস্থান করছিল, জাতিসংঘ পরিচালিত খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছিল এমন সময় দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা উক্ত ইসরাইলিদের উপর বিমান হামলা পরিচালনা করলে ঘটনাস্থলেই দুইশতাধীক ফিলিস্তিনির মৃত্যু ঘটে। এমনিতেই ইসরাইল মধ্য প্রাচ্যের কসাই হিসেবে পরিচিতি পেয়েছে গতকালের ঘটনা ইতিহাসের সব ধরনের জঘন্য ও পৈশাসিক ঘটনা প্রবাহকে ছাড়িয়ে গেছে। আহতদেরকে চিকিৎসা সেবা দেবে এমন কোন হাসপাতালের অস্তিত্ব নেই গাজায়। উপত্যকাটির প্রসিদ্ধতম হাসপাতাল খান ইউনিসের আল আকসা ও রাফা শহরের আল নাসের হাসপাতাল অনেক আগেই দখলদার বাহিনী তাদের বিমান হামলায় ধ্বংস করেছে। গাজার মসজিদ গুলোর অস্তিত্ববিলীন হয়ে গেছে। ধ্বংস হওয়া মসজিদ গুলোর ধ্বংসাবশেষের মাঝে ফিলিস্তিনিরা নামাজ আদায় এদিকে গাজায় যুদ্ধ বিরতির বিষয়ে কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনা চলছে। আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে যে কোন সময়ে হামাসও ইসরাইলের মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। আল জাজিরার পাশাপাশি পশ্চিমা মিডিযা ও সংবাদ সংস্থা রয়টার্স ও জানিয়েছে যে কোন মুহুর্তে যুদ্ধ বিরতির সমঝোতা হতে পারে। এরই মধ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনিদের প্রতি আহবান জানিয়েছেন পবিত্র রমজান উপলক্ষে ফিলিস্তিনিরা যেন আল আকসা মসজিদ মুখি হয়। যুদ্ধ বিরতির শেষ সময়ে হামাস প্রধান ইসমাইল হানিয়ার এমন ঘোষনাও আহবান যুদ্ধ বিরতি আলোচনায় কোন ধরনের প্রভাব ফেলবে কিনা এটা নিয়েও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আলোচনা চলছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাম বার্তায় বলেছে কোন অবস্থাতেই হামাস যোদ্ধারা মুসলিম সমাজের অতি পবিত্র মসজিদ আল আকসাকে ভুলতে পারে না। তাদের ধর্মীয় ও নৈতিকতার দিক দিয়ে আল আকসাকে রক্ষা করাই বড় দায়িত্ব। উল্লেখ্য গত সাত নভেম্বর হামাস যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে সামরিক অভিযান ও হামলা পরিচালনা করে তার নাম দিয়েছিল অপারেশন আল আকসা। গত সাড়ে চার মাসে দখলদার ইসরাইলি বাহিনীর বাঁধা ও গ্রেফতার আতঙ্কের মুখেফিলিস্তিনি মুসলমানরা আল আকসা মুখি হতে পারছে না, শুক্রবার জুম্মার নামাজের দিনে আল আকসা কমপ্লেক্স এলাকায় ফিলিস্তিনিরা উপস্থিত হয়ে নামাজ পড়লেও বাঁধার সম্মুখিন হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে সতর্ক করে বলেছে ও আহবান জানিয়েছে রমজানের দিন গুলোতে ফিলিস্তিনিদেরকে আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে যেন কোন ধরনের বিধি নিষেধ আরোপ করা না হয়। গতকাল পশ্চিম গাজায় বন্দুক ধারীদের গুলিতে দুই ইসরাইল নাগরিকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হত্যাকান্ড ঘটার পর পরই বন্দুকধারীরা ঘটনাস্থল ত্যাগ করে এবং পরবর্তিতে ইসরাইলি সেনা বাহিনীর সদস্যরা পশ্চিম গাজার সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ করে তল্লাশী অভিযান পরিচালনা করে ইসরাইলের পক্ষ হতে উক্ত হামলা ও হত্যাকান্ডের জন হামাসকে সম্পূর্ণ ভাবে দায়ী করে বলেছে। হামাস সন্ত্রাসীরাই ইসরাইলি নাগরিকদেরকে হত্যা করেছে। অবশ্য হামাস উক্ত হত্যাকান্ডের দায় স্বীকার করেনি বা এ বিষয়ে এখনও পর্যন্ত মন্তব্য করেনি, তবে হামাস যোদ্ধাদের নিজস্ব টেলিগ্রাম বার্তায় বলেছে সমগ্র গাজা উপত্যকায় মাতৃভুমির স্বাধীনতা রক্ষায় হামাস সদস্যরা সক্রীয় এবং বীরত্বপূর্ণ ভাবে দখলদার ইসরাইলি বাহিনীকে প্রতিনিয়ত মোকাবিলা করে চলেছে। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজায় ত্রান গ্রহনরত ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে তার সেনা বাহিনীর সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে বলেছে উক্ত হত্যাকান্ড নিয়ে তদন্ত চলছে। দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা কেবল ফিলিস্তিনি পুরুষদের কেইহত্যা করছে তা নয় তারা ইসরাইলি নারী ও শিশুদেরকে ব্যাপক পরিমান হত্যাযজ্ঞ পরিচালনা করছে। সমগ্র গাজা বর্তমানে দুর্ভিক্ষ পিড়ীত, খাদ্য নেই সেই সাথে নেই সুপেয় পানির ব্যবস্থা, হাসপাতাল গুলোতে প্রাথমিক চিকিৎসা ও চলছে না। গতকাল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে খান ইউনিসের বন্ধ হওয়া ও আংশিক ধ্বংস হওয়া আল আকসা হাসপাতালে ইসরাইলি বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। গত কয়েকদিন যাবৎ আল আকসা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উপর হামলা ও গ্রেফতার পরিচালনা অব্যাহত রেখেছে। হুতি যোদ্ধারা নতুন ভাবে ঘোষনা করেছে তারা বলছে লোহিতসাগরে হুতি যোদ্ধাদের নতুন চমক সৃষ্টি করবে। হুতিদের বহরে যোগ হওয়া সাব মেরিনসহ অন্যান্য অস্ত্র লোহিত সাগরে ব্যবহৃত হবে যা মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের সমর্থকদের প্রতিরোধ করার ক্ষমতা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com