মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ উদ্বোধন এবিসি কেজি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজারে কেশবপুরের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের শ্রদ্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায়: মশিউর রহমান বাবু হাসছে সাতক্ষীরার আম বাজার ঃ চলছে কুলষিত করার হীনচেষ্টা ইসরাইল গাজা যুদ্ধে হারতে চলেছে ঃ প্রবল প্রতিরোধ হামলায় হামাস ভোমরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ আটক ১ গোদাঘাটা বারাকাতিয়ায় দাখিল মাদ্রাসায় চক্ষু শিবির উদ্বোধন

ত্রান সংগ্রহে থাকা ফিলিস্তিনিদের উপর গুলি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ক্ষুধার্থ, দুর্ভিক্ষ পিড়িত, উপবাসে থাকা ফিলিস্তিনিরা ত্রানবাহী গাড়ীর অপেক্ষা অথবা বিতরন করা খাদ্য গ্রহনের জন্য জড়ো হয়ে লাইনে দন্ডায়মান। এমন অসহায় ফিলিস্তিনিদের উপর মুহুর মুহুর গুলিবষন করে তাদের দেহকে নিস্তেজ করে মাটির সাথে মিশিয়ে দিলো দখলদার ইসরাইলি বাহিনীর কসাইখ্যাত সেনারা। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা গতকাল গাজার খান ইউনিস ও রাফা শহরের ত্রানের জন্য হাত পেতে তাকা ফিলিস্তিনিদের উপর গুলি বর্ষন ও হত্যাযজ্ঞের নির্মম, নিষ্ঠুর সচিত্র প্রতিবেদন প্রচার করে। বিশ্বের শত শত কোটি মানব সন্তান স্যাটেলাইটের কল্যানে নির্মম লোমহর্ষক এই হত্যাকান্ডের চিত্র প্রত্যক্ষ করেছে। মানুষ সত্যিকার অর্থে যখন অমানুষ হয় তখনই কেবল এমন নিষ্ঠুর পৈশাষিক ঘটনা ঘটাতে পারে। দিনের পর দিন না খাওয়া মানুষ গুলো অনেকেই পারেনি তারা যখন খাদ্য সংগ্রহের জন্য লাইনে দন্ডায়মান তখন তাদের উপর নেমে আসবে আজীবনের নিস্তব্ধতা। গতকাল বিরান ভূমিতে পরিনত হওয়া খান ইউনিসের একটি আশ্রয় শিবিরে জাতিসংঘের ত্রান কার্যক্রম চলাকালীন সময়ে এই নির্মম নিষ্ঠুর ঘটনার অবতরনা ঘটে এখানেই শেষ নয় সমৃদ্ধশালী রাফা দুর্ভিক্ষ পিড়িত যে রাফা শহরের সমৃদ্ধির কথা গোটা মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে ইউরোপ কে স্পর্শ করেছে। গতকাল হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড এর পক্ষ হতে তাদের নিজস্ব টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে দখলদার ইসরাইল বাহিনী কোন অবস্থাতেই ফিলিস্তিনিদের মেনে নিতে পারে না। তাদের লক্ষ এবং উদ্দেশ্য ফিলিস্তিনিদের নিশ্চিহৃ করন। আর এ কারনে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। হামাসের পক্ষ হতে আরও বলা হয়েছে দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের কেবল প্রতিপক্ষ হিসেবে গননা করে তা নয় তারা ফিলিস্তিনিদের ছায়া দেখলেও ভয় পায় আর তাই নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে। হামাস এর সশস্ত্র শাখা হতে প্রেরিত টেলিগ্রাম বার্তায় আরও বলা হয়েছে প্রতিজন ফিলিস্তিনি একেক জন হামাস আর তাই প্রতিজন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর জন্য আতঙ্কের নাম। গাজায় মানুষ বোমা ও বিমান হামলায় মৃত্যু বরনের পাশাপাশি খেতে না পেরেও মৃত্যুর মুখে পতিত হচ্ছে। জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে বলেছে গাজা দুর্ভিক্ষের সাথে একাকার হয়েছে তাই গাজার অধিবাসিদেরকে বাঁচিয়ে রাখতে অবশ্যই খাদ্য সহায়তার প্রয়োজন, তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, গাজার ফিলিস্তিনি অধিবাসিদের উপর নির্মম হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে গাজায় যুদ্ধ বিরতির বিষয়ে ও তা কার্যকর করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কের চরম টানাপোড়ন শুরু হয়েছে। উভয়ে একে অপরের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়ায় দীর্ঘদিনের অর্থাৎ বছরের পর বছর মিত্র দেশ হিসেবে নিজেদেরকে অবস্থান সুসংহত রাখলেও বর্তমনে সম্পর্কের টানা পোড়নের মধ্যে এই দুই মিত্র দেশ। এদিক গতকাল মধ্য গাজায় ফিলিস্তিনি পুলিশের অবস্থান সরিয়ে নেওয়ার নির্দেশনার কয়েক ঘন্টার মধ্যে দখলদার বাহিনী বিমান হামলা পরিচালনা করে। একের পর এক হামলায় মধ্য গাজার বিভিন্ন এলাকা ধ্বংস স্তুপে পরিনত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাইলি দূতাবাসের সামনে গাজায় নিরীহ ফিলিীস্তনিদের উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন কালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক সদস্যের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার ঘটনা সারা বিশ্বে ব্যাপক তোড়পাড় শুরু হয়েছে। বিশ্বের শত শত কোটি মানব সন্তান মানবতার জন্য আত্মহুতি দেওয়া উক্ত মার্কিন সেনাকে বিশেষ করে শ্রদ্ধা জানাচ্ছে সেই সাথে বিশ্ব ব্যবস্থা তথা ভূ-রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুট অস্বস্তিতে পড়েছে। এদিকে গতকালও ইসরাইলের রাজধানী তেল আবিবে গতকালও প্রধানমন্ত্রী নেতা নিয়াহু বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে হাজার হাজার সাধারন ইসরাইলের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। এদিকে আন্তর্জাতিক সংবাদ মধ্যম রয়টার্স জানিয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির প্রস্তাব আলোর মুখ দেখতে চলেছে ধারনা করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তা অগ্রগতিতে পৌছাইনি। হাসপাতাল গুলোতে চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়লেও প্রাথমিক চিকিৎসার বিষয়টি ঢিলেঢালে চলছে তবে রোগী, চিকিৎসক সহ সংশ্লিষ্টরা আতঙ্কে দিন যাপন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com