দেবহাটা অফিস ॥ দীর্ঘ ত্রিশ বছর শিক্ষাকতা জীবনে ইতি টানলেন দেহাটার কুলিয়া হিরার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রেজাউল করিম। গতকাল এলাকাবাসি,শিক্ষক শিক্ষার্থীরা এক আবেগঘন বিদায়ী আয়োজনে প্রথিতযশা এই শিক্ষককে অশ্র“শিক্ত নয়নে বিদায় জানালেন। সব বিদায় বেদনাজনক, কিন্তু গতকালের বিদায় ছিল যেন সমগ্র গ্রামবাসির জন্য বেদনায় ভরা মুহুর্ত। সমগ্র হিরারচক গ্রাম যেন কাঁদছিল তিলে তিলে গড়ে তোলা হিরারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একেএম রেজাউল করিম কেবল উচ্চতায় নিয়ে ছিলেন তা নয় আলোকিত করেছিলেন এই বিদ্যালয়কে। জীবনের সোনালী দিনগুলো তিনি ব্যয় করেছেন, কতটুকু নিবেদিত আদর্শবান এবং শিক্ষার্থী অভিভাবক বান্ধব ছিলেন তা গতকালের বিদায় অনুষ্ঠানে বক্তাদের মুখে বারবার উচ্চারিত হচ্ছিল। বিদায়ী আয়োজনে নিবেদিত প্রধান শিক্ষককে ফুলে ফুলে, সুসজ্জিত করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও ভুগবে ডুগরে কাদছিলেন প্রিয় শিক্ষকের বিদায়ে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়কে তিনি বিশেষ উজ্জ্বলতায় নিহত সক্ষম হয়েছিলেন। বিদায় অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক তার বক্তৃতায় বারবার বাকরুদ্ধ হচ্ছিলেন। তিনি বলেন আমি একা নয় আমার এই শিক্ষালয়কে উচ্চতায় নিতে আমার সহকর্মি শিক্ষক মন্ডলী এসএমসি অভিভাবক সহ গ্রাম বাসির সহযোগিতা ছিল অনন্য। শিক্ষাকতার পাশাপাশি তিনি লেখালেখিতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। গতকালের অশ্র“ঝরা আয়োজনে সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি প্রাক্তন পিপি এ্যাড. ওসমান গনি, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুনির আহমেদ,সহকারী ইন্সট্রাক্টর সাহেদুরজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক তারেক সাইফুল্লাহ, দেবহাটা সভাপতি সোহেল,অভিভাবক ডা: রমজান আলী সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন। বিদায় অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক একে.এম রেজাউল করিমকে সুসজ্জিত গাড়ীতে উপহার সামগ্রী সহ বাড়ীতে পৌছে দেওয়া হয়।