শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যাংককে মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইনে ড. ইউনূস প্রয়োজনীয় সংস্কার হয়ে গেলে অংশগ্রহণমূলক নির্বাচন করবো: প্রধান উপদেষ্টা থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক ভুটান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ড. ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠক ফেরত নেওয়ার জন্য পৌনে দুই লাখ রোহিঙ্গা চিহ্নিত করেছে মিয়ানমার থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহŸান মসজিদে কুবাই তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুর মায়ের রূহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল−ীবৃন্দ। তারেক রহমানের দেশ গড়ার বার্তা নিয়ে তৃনমূলে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা শ্যামনগরে শান্তি ফেরাতে ছাত্র ও যুব সমাজের মিছিল ও প্রেস ব্রিফিং

থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহŸান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহŸান জানিয়েছেন। গতকাল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রসঙ্গ উত্থাপন করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ঢাকার থাই দূতাবাসের বেশি ভিসা প্রক্রিয়ার সক্ষমতা নেই। এতে থাইল্যান্ড ভ্রমণের জন্য অপেক্ষমাণ বাংলাদেশিদের দীর্ঘ বিলম্ব পোহাতে হচ্ছে এবং ভিসা প্রত্যাশীর লম্বা লাইন রয়েছে। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশি যারা থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসেন তারা অনেক ভিসা জটিলতার সম্মুখীন হন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। প্রধান উপদেষ্টা দুদেশের মধ্যে বাণিজ্য, জাহাজ চলাচল ও সমুদ্রসীমা সম্পর্ক এবং বিমান যোগাযোগ স¤প্রসারণের আহŸান জানান। প্রফেসর ইউনূস বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করা হলে বাংলাদেশ ও থাইল্যান্ড ভ্রমণের সময় কমিয়ে আনা যেতে পারে। এক দশকেরও বেশি সময় আগে চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের রিসোর্ট শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালু করার সময় এয়ার এশিয়ার উদ্যোগের কথা স্মরণ করেন তিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের নেতা এই আঞ্চলিক জোটে নতুন গতিশীলতা সঞ্চার করবেন। প্রফেসর ইউনূস বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী ও চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি থাইল্যান্ডের প্রয়াত রাজা ভ‚মিবলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যিনি ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে দ্রæত স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছিলেন। প্রফেসর ইউনূস আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে থাই কোম্পানিগুলোকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের মধ্যে রেল, সড়ক, নৌ ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুক‚লে থাকলে থাইল্যান্ড, ভারত ও মিয়ানমারকে অন্তর্ভুক্ত করে ত্রিপক্ষীয় মহাসড়ক প্রকল্পে অংশ নিতে চায় বাংলাদেশ। প্রফেসর ইউনূস আনুষ্ঠানিক আলোচনা শুরু করার লক্ষ্যে উভয় দেশকে যত দ্রæত সম্ভব দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষা শুরুর প্রস্তাব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com