স্টাফ রিপোর্টার \ গত রবিবার ২ ফেব্রুয়ারি থানাঘাটা বায়তুল নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ভূমিদাতা মুফতি মোখলেছুর রহমান। এ সময় তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে বলেন এ মসজিদ ঘরের বাকি অংশের কাজ আপনাদের নিঃস্বার্থ দানের মাধ্যমে সম্পন্ন হবে। আপনারা আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। এ ঘরের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি এর রক্ষণাবেক্ষন ও উন্নয়ন মূলক কাজ আমাদেরকেই করতে হবে। আশা করি আপনারা মসজিদের প্রতি আন্তরিক হবেন এবং দানের হাত প্রশস্ত করবেন। এসময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কুতুব উদ্দিন, সাবেক মেম্বর আবু তাহের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।