অর্থনীতির এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির প্রধান শর্ত যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি। আমাদের দেশের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন দৃশ্যমান। আন্তর্জাতিক বিশ্বে বর্তমান সময় গুলো আমাদের দেশের সামগ্রীক উন্নয়ন বিশেষ ভাবে দৃশ্যমান। সড়ক এবং মহাসড়কগুলো উন্নত এবং আধুনিক, এক কথায় বলা যায় আমাদের দেশের সড়ক ও মহাসড়ক গুলো বিশ্ব মানের কিন্তু বাস্তবতা হলো সড়কে সড়কে, সড়ক ও মহাসড়কে থামছে না সড়ক দূর্ঘটনা। আন্তর্জাতিক বিশ্বে আমাদের দেশের সুনাম ও সুখ্যাতি ব্যাপক ভাবে স¤প্রসারিত হলেও বর্তমান সময় গুলোতে যে বিষয়টি বিশ্ব ব্যবস্থায় আমাদের দেশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুন্ন হচ্ছে তা হলো সড়ক দূর্ঘটনা। এমন কোন দিন নেই, এমন কোন সময় নেই যে দিনে বা সময়ে আমাদের দেশের সড়ক ও মহাসড়ক গুলোতে সড়ক দূর্ঘটনা ঘটছে না এবং সড়কে ও মহাসড়কে মানবজীবন হানী ঘটছে না। দেশের কোথাও যখন সড়ক দূর্ঘটনায় বিশিষ্ট্য কোন ব্যক্তির বা অধিক সংখ্যক মানব সন্তানের মৃত্যু ঘটে তখন সড়ক দূর্ঘটনা রোধ নিয়ে ব্যাপক ভিত্তিক আলোচনা হয়। কিভাবে কোন ভাবে সড়ক দূর্ঘটনা রোধ করা যায়। কিন্তু বাস্তবতা হলো কয়েকদিন যেতে না যেতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবারও ভুলে যায় সড়ক দূর্ঘটনা রোধের কার্যক্রম এবং ব্যবস্থা। সড়কে সড়কে ঝরেই চলেছে প্রাণ, দৃশ্যতঃ সড়ক দূর্ঘটনা এমন পর্যায়ে পৌছেছে যে মহামারী আকার ধারন করেছে। আমাদের দেশের সড়ক ও মহাসড়ক গুলোতে মানব ঘাতকের চিহৃ দেখতে চাই না। আহত আর নিহতদের আত্ম চিৎকার দেখতে চাই না। সড়ক ও মহাসড়কগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতেই যেন সড়কে প্রাণ না ঝরে তা নিশ্চিত করতে হবে।