এফএনএস: ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা থেকে নিজ গন্তব্যে ছুটতে শুরু করেছে মানুষ। এ কারণে গতকাল শুক্রবার ভোর থেকে ‘দক্ষিণবঙ্গের প্রবেশপথ’ হিসেবে খ্যাত ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে ওই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আধুনিক এই মহাসড়কের কোথাও কোনও যানজট বা বিড়ম্বনা নেই বলে জানিয়েছেন ঘরমুখো যাত্রী ও যানবাহনের চালকরা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলা প্লাজায় দক্ষিণ বঙ্গের অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত টোল দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। এদিকে, গতকাল শুক্রবার ভোর থেকে দুই চাকার বাহন মোটরসাইকেলে করেও অসংখ্য মানুষকে পদ্মা সেতু পাড়ি দিতে দেখা গেছে। কিছুটা ঝুঁকি থাকলেও মোটরসাইকেল নিয়েই বরাবরের মতো ছুটতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন অনেকে। পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, এবারে ঈদযাত্রা এই মহাসড়কে একেবারেই নির্বিঘ্ন। এ ছাড়া পদ্মা সেতু টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য ৭টি নিরবচ্ছিন্ন টোলঘর সচল রাখা হয়েছে। ঢাকা—চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট: এদিকে সড়কে বালুবাহী ট্রাক উল্টে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিক ট্রাকটি সরালেও যানজট ছড়িয়ে যায়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা অংশের ইলিয়টগঞ্জ বাজারের মুখে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটার ও ঢাকামুখী লেনে ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনের ইলিয়টগঞ্জ বাজারের অংশে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই ট্রাকটি সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ। তবে যানজটে উল্টো পথে আসতে শুরু করে পরিবহন এতে উভয়পাশেই যানজট সৃষ্টি হয়েছে। চালকদের তথ্যমতে, মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে ঢাকার দিকে রায়পুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা ছড়িয়েছে যানজট। আর ঢাকামুখী লেনে কুটুম্বপুর থেকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পর্যন্ত যানজট ছাড়িয়েছে। এদিকে যানজট নিরসনে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসন। উল্টো লেনে গাড়ি ঢোকা থামাতে কাজ করছে একাধিক টিম। এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ট্রাক সরানো হয়েছে। কিন্তু উল্টো লেনে পরিবহন এসে পড়াতে যানজট লেগেছে। আমরা কাজ করছি। এখন ধীরগতিতে এগুচ্ছে।