দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের ইসলামী রুকন আঃ মালেকের পিতা জামায়াত কর্মী মোঃ মাহমুদ আলী গাজী (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া—ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার সকালে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি চার ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার আসরের নামাজ শেষে তার জানাযার নামাজ ফতেপুর শাহাজী পাড়া বাইতুল নূর জামে মসজিদের ঈদগা ময়দানে জয়নগর ফাজেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ নুরুজ্জামান হাবিবির ইমামতিতে অনুষ্ঠিত হয়।উক্ত জানাযায় অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, দক্ষিণ শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহজী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশন আলী, সেক্রেটারি আঃ রহমান, মাওঃ আঃ মোমেন মাওঃ আনিসুর রহমান দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জুলফিকার আলী সাফুই, সদস্য সচিব মোতাহার হোসেন, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।জানাযা শেষে ফতেপুর পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।