দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টার পরে উপজেলা উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশন আলীর সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আঃ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহায়াব সিদ্দীকী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আলী, উপজেলার জামায়াতের ইউনিট সদস্য ডা, আসাদুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ মহসিন আলী সাবেক শিবির নেতা আবুল হাসান পাড়, জামায়াত নেতা ওমর ফারুক সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের আমীর সেক্রেটারি ও শিবিরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিগত ১৭ বছর ঈদ পূর্ণ মিলনী দূরের কথা আমরা দলীয় নেতা-কর্মীরা একত্রিত হয়ে কোন পরামর্শ সভা পর্যন্ত করতে পারি নাই। দীর্ঘ দিন পরে স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন নেতা কর্মীরা। সেই সাথে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ায় তাদের এই আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।