মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (২৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির ইমপ্লম্নজি এলাকার গভা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত আমজাদের গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মনির আহমদ সওদাগর বাড়ির রবিউল হোসেন হোরা মিয়ার একমাত্র ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় গভা সুপার মার্কেটে একটি দোকানে কাজ করতেন। জানা গেছে, দুই বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান আমজাদ। সেখানে একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিছু দিন আগে ছুটিতে দেশে আসেন তিনি। শনিবার রাতে দোকানে তাকে একা পেয়ে গুলি করে খুন করা হয়। দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও ব্যবসায়ী আবদুল হক জানান, শনিবার রাত দেড়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে আমজাদকে গুলি করে হত্যা করা হয়। তবে দোকান থেকে কোনও টাকা—পয়সা নিয়ে যায়নি। আমজাদের লাশ ময়নাতদন্ত শেষে হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠাতে কয়েকদিন সময় লাগবে। মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমজাদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com