এফএনএস বিদেশ : দক্ষিণ আফ্রিকার একটি নাইটক্লাব থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ভোরে স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের বিষপ্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ছত্রভঙ্গ অবস্থায় পড়েছিল। ইস্টার্ন কেপ প্রদেশের পূর্ব লন্ডনের প্রান্তে সিনারি পার্কে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা এ ঘটনায় তদন্ত করছে। ডেইলি মেইল ও স্কাই নিউজ এমন খবর দিয়েছে। নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হবে বলে জানিয়েছেন ইস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার টিমবিংকোসি কিনানা। তিনি বলেন, সিনারি পার্কের মধ্যে ১৭টি মরদেহ পাওয়া গেছে। রোববার সকালেই আমাদের কাছে খবর এসেছে। পরিস্থিতি সম্পর্কে জানতে তদন্ত করা হচ্ছে।তিনি বলেন, আমরা চাচ্ছি না, এ নিয়ে কোনো গুজব ছড়িয়ে পড়ুক। এখন পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। আর স্থানীয় দৈনিক ডিসপাসের খবর বলছে, নিহতের সংখ্যা ২২ জনের মতো হবে। তাদের শরীরে বিষের আলামত দেখা গেছে। তারা ছত্রভঙ্গ অবস্থায় মারা গেছেন। নিহতদের শরীরে কোনো ক্ষত দেখা যায়নি।