এফএনএস বিদেশ: ভূমিধসে ও বন্যায় দক্ষিণ কোরিয়ায় সাতজনের মৃত্যু হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া এক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তিন দিন ধরে প্রবল বৃষ্টির কারণে ভ‚মিধস এবং একটি বাঁধ ভেঙে গিয়ে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত এক হাজার ৫৫৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং উত্তর চুংচেং প্রদেশে বাঁধের ওপর পানি চলে আসায় এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। এদিকে সকাল ৯টা পর্যন্ত প্রতি সেকেন্ডে দুই হাজার ৭০০ টনেরও বেশি পানি গোয়েসান বাঁধে প্রবাহিত হয়েছে। কোরিয়া রেলরোড করপোরেশন বলেছে, পানিপ্রবাহের ফলে সব ধীরগতির ট্রেন এবং কিছু বুলেট ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে উত্তর চুংচেং প্রদেশে। ভ‚মিধসের কারণে মাটি, বালু পাথর ট্রেন লাইনের ওপর পড়ে এই ঘটনা ঘটে। এতে কয়েকজন প্রকৌশলীও আহত হন। গতকাল শনিবার এক বৈঠকে প্রধানমন্ত্রী হান ডাক-সু সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে উদ্ধার কার্যক্রমে যোগদানের জন্য আহŸান জানিয়েছেন। সূত্র : রয়টার্স