কালিগঞ্জ বুরো: কালিগঞ্জ উপজেলার মথুরেস পুর ইউনিয়নের দক্ষিণ শীতলপুর গ্রামের আলহাজ্ব শেখ মহাসিন আলী আর নেই ।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগতেছিলেন। গত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তার নিজ বাসভবনে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,পাঁচ ছেলে ও ৪ কন্যা সন্তান নাতি পুত্নী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল জোহর নামাজ বাদ দক্ষিণ শীতল পুর ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাকিম, জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোখলেসুর রহমান মুকুল,শেখ আবু তাহের প্রমুখ। জানাজা নামাজের শতশত মুসল্লী উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাই আল্লহাজ্ব মাষ্টার শেষ মকছেদ আলী।