দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল একুশে ফেব্রুয়ারি সকালে প্রথমে ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ও(ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বীর শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার ,ওয়ার্ড আ’লীগের সভাপতি বাবলুর রহমান, ওয়ার্ড আ,’লীগের সাধারণ সম্পাদক ডাঃ প্রশান্ত রায়, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ইউনিয়ন আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশ।