দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকালে ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় এর শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দক্ষিণ শ্রীপুর বিষ্ণুপুর ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির বাঁশতলা বাজার আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে শহীদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিন ইউনিয়নের বিএনপির বাঁশতলা বাজার আঞ্চলিক কার্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।