দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করছেন উপজেলা আ’লীগে সিনিঃ সহ সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ মেহেদী। গতকাল শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন হোসেনের নেতৃত্বে বিভিন্ন গ্রাম, হাট বাজারে গণসংযোগ ও বিভিন্ন জায়গায় নিবার্চনী পথসভা করেন। পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন আর রশিদ,উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সি, দক্ষিণ শ্রীপুর সাবেক ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ। এসময়ে তিনি উপজেলার অভূতপূর্ব উন্নয়ন এর চিত্র তুলে ধরে আগামীতেও জনকল্যাণমুখী কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেণ।