দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগটিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আনারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ—সাধারণ সম্পাদক এ্যাড আব্দুস সালাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ—যোগাযোগ সম্পাদক আমিনুর রহমান মিনু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য কামরুজ্জামান বকুল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বাবু বিজয় চন্দ্র সরকার, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, উপজেলা বিএনপির সদস্য বাবলু রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবির, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রমুখসহ কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। অতিথিরা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং বলেন স্বৈরাচার আ’লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গসংগঠন কাজ করে যাচ্ছে।