দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নোঙ্গর মার্কার প্রার্থী এইচ,এম গোলাম রেজার নির্বাচনী গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর স্কুল মাঠে শ্যামনগর ও কালিগঞ্জের ৮টি ইউনিয়নের জনগনের কল্যাণে উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এইচ এম গোলাম রেজা। বিএনএম এর নেতা দক্ষিণ শ্রীপুর ইউপি’র মেম্বর আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে হাফেজ আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিঃ ইউনুস আলী, এ্যাডঃ সোলাইমান, এ্যাডঃ মুনসুর আলী, কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি মুকুল বিশ্বাস, সাংবাদিক আব্দুল হাকিম, ইউপি সদস্য আব্দুল কাদের, আটুলিয়া ইউপির নেতা আমিনুর রহমান, সম আবু ঈসা, গৌরপদ দাশ বাচন, আহাদ আলী, নাসির উদ্দীন ও আনছার উদ্দিন প্রমুখ।