দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ১৪ ধাপে (টিসিবি’র) পণ্য বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে ডিলার আবু বাক্কার সিদ্দিকীর মাধ্যমে ৬৯২ কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। পণ্যগুলো হল পাঁচ কেজি চাউল, সয়াবিন তৈল-২ লিটার, মসুর ডাল-২ কেজি যার মূল্য ৪৭০ টাকা। পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন (ইউপি’র) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মোড়ল, ইউপি সদস্যা রোজিনা আক্তার, সেলিনা ইসলাম সহ ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশ।