দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে (টিসিবি’র) পণ্য বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে ডিলার আবু বাক্কার সিদ্দিকীর মাধ্যমে ৭৩৯ কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। পণ্যগুলো হল ৫ কেজি চাউল, ২ লিটার সয়াবিন তৈল,২কেজি মসুর ডাউল -১কেজি চিনি যার মূল্য ৫৪০ টাকা।পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও (ইউপি’র) চেয়ারম্যান গোবিন্দ মন্ডল। এসময় উপজেলা পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার সকল ইউপি সদস্য সহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।