দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ বাল্যবিবাহ প্রতিরোধ করি, মেয়েদের ভবিষ্যৎ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ ইউনিয়ন প্রতিরোধ কমিটির দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গতকাডল ১০ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত কর্মশালায় ইউনিয়ন আ’লীগের সভাপতি ও (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্পনা চক্রবর্তী, ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের অপারেশন ম্যানেজার কুহু হাগি ডক,ইএম এসএস হারুন আর রশিদ, এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার,ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, আব্দুল্লাহ আল মামুন,মনিরুল ইসলাম মন্টু, রেজাউল ইসলাম রেজা, আব্দুল গাজী,পরজিত সরকার, রোকেয়া পারভিন, রোজিনা আক্তার, সেলিনা ইসলাম,দক্ষিণ শ্রীপুর উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামান সিদ্দিক,সহ ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সকল সদস্য বৃন্দ প্রমুখ।