এসএম শাহাদাত শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলনের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর আ’লীগের আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ ডিসেম্বর বিকাল ৩ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকার মাঝি এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আজম লেলিন, জেলা আ’লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিস, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি,সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম সিরাজ ,জেলা আ’লীগের সদস্য মোজাহার হোসেন কান্টু, মথেরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম,শ্যামনগর ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ বাবু,রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন,প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর ও কালিগঞ্জ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা মহিলা লীগ কৃষক লীগ শ্রমিকলীগ, যুবলীগ ছাত্রলীগ সহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। বক্তারা বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষতা, দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে। তিনি দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে তাঁর মনোনীত প্রার্থীকে নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।