দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন ইউপি’র চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। গতকাল সন্ধ্যায় মহা নমমীতে শারদীয় দুর্গোৎসবে সোনাতলা পূজা মন্ডপ পরিদর্শনের মধ্যদিয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এরপরে তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ কাটি পূজা মন্ডপ, সাড়াতলা পূজা মন্ডপ, বেড়াখালি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এবং পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। ওই সব মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় সফর সঙ্গীদের মধ্যে ছিলেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, মহিলা ইউপি সদস্যা রোজিনা আক্তার, ওয়ার্ড আ’লীগের সভাপতি বাবলুর রহমান, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ডাঃ প্রশান্ত রায়, সহ ইউনিয়ন আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।