দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে সেলিম রেজা বাবলু বিরুদ্ধে। সরে জমিনে দেখা গেছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোনাতলা গ্রামের গুন্দির কান্দা নামক স্থানে সোনাতলা মৌজার ১ একের এক খাস খতিয়ানের কালভাটের উত্তর পাশে সেলিম দখল করে ২ টা দোকান ঘর নির্মাণ করছে। এ বিষয়ে অভিযুক্ত সেলিম রেজা বাবলুর কাছে জানতে চাইলে তিনি জানান, নায়েব এসে বলেন সরকারি জায়গায় দোকান নির্মাণ করা হচ্ছে। আমাকে কাজ বন্ধ করে রাখতে বলছে আমি বন্ধ রেখেছি। এ ব্যাপারে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা, দৃষ্টিপাত প্রতিনিধিকে বলেন আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তিন দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য নোটিশ প্রদান করেছি।পরবর্তীতে নোটিশ অমান্য করে যদি আবার দোকান ঘর নির্মাণ করে তবে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।