দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে সরিষা ফুলে ফুলে ভরে গেছে কৃষকের মাঠ। যতদূর চোখ দেখা যায় শুধু হলুদ আর হলুদ। কৃষকের মাঠ ছুঁয়ে যেন বিছানো রয়েছে হলুদের সমাহারী রকমারি রঙ্গে। রংঙের পাশাপাশি সরিষার হলুদ ফুলের গন্ধ মাতিয়ে দিয়েছে পুরো এলাকা। রঙ আর সুবাস প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে। সরেজমিনে গিয়ে দেখা গেছে সরিষার ফুলে ফুলে ভরে গেছে উত্তর শ্রীপুর, শ্রীকলা, সোনাতলা ও ফতেপুর কৃষকের মাঠে। ফসলের মাঠ ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে সেই সাথে মৌ মাছিরা গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। কৃষক আশাফুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের সরিষার বীজ সার দেয়া হয়। সেই কারণে এবার সরিষার ব্যাপক আবাদ হয়েছে। সরিষা আবাদে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামানের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করছে। এ বিষয়ে দক্ষিণ শ্রীপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতিনিধিকে জানান দক্ষিণ শ্রীপুরে ৪৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। ২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতি বিগায় জন্য ১ কেজি সরিষার বীজ, ডিএপি১০ কেজি ও এমও পি ১০ কেজি সার প্রণোদনা দেওয়া হয়েছে। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এবছর কৃষকদের পর্যাপ্ত সার ও বীজ দেওয়া হয়েছে। ফলন ভাল পেতে আমরা নিয়মিত কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি। আমরা এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা পাবো বলে আশা করছি।