দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে দক্ষিণ শ্রীপুরে সিয়াম ও যাকাত শীর্ষক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩ টার সময় উপজেলার শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় কালিগঞ্জ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাষ্টার সালাহ উদ্দিনের সভাপতিত্বে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নাসিরউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলার জামায়াতের ইউনিট সদস্য ডা আসাদুল্লাহ, জামায়াত নেতা ওমর ফারুক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন যাকাত আরবি শব্দ। যার আভিধানিক অর্থ হলো, পবিত্রতা, পরিচ্ছন্নতা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। যাকাত মালকে পবিত্র করে এবং বিভিন্ন ক্ষতি ও কৃপণতা থেকে মানুষকে হেফাজত করে। যাকাত ইসলামের মৌলিক পাঁচ মধ্যে স্তম্ভের মধ্যে পঞ্চম। তাই নির্দিষ্ট পন্থায় কোন মাল (অর্থ) থেকে বিশেষ কোন পদ্ধতিতে আল্লাহর উদ্দে্যশে যথাযথ পন্থায় ব্যয় করাই যাকাত। যাকাত অস্বীকারকারী কাফের। এ সময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুসহ উপজেলা জামায়াত ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।